০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

১৩ বছরেও ফেরেনি গুম হওয়া ২ ইবি শিক্ষার্থী : সন্ধানের দাবিতে মানববন্ধন

ইবি শিক্ষার্থীদের মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

২০১২ সালে ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে গুম হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাস। এরপর ১৩ বছর পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি এই দু’শিক্ষার্থীর। গুম হওয়া দু’শিক্ষার্থীর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধন করা হয়।

গুম হওয়া ওয়ালীউল্লাহ বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ও আল মুকাদ্দাস আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। ওয়ালিউল্লাহ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ও আল মুকাদ্দাস সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলেন। ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে কুষ্টিয়াগামী (হানিফ এন্টারপ্রাইজের ৩৭৫০ নম্বর) বাসে ক্যাম্পাসে ফেরার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে আটক করা হয় তাদের। এরপর থেকে আর কোনো খোঁজ মেলেনি তাদের। গুম হওয়ার পর ১৩ বছরে তাদের পরিবার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের সন্ধানের দাবি জানালেও কোনো সন্ধান মেলেনি। এছাড়া তাদের খুঁজে বের করতে প্রশাসন থেকে আশানুরূপ সহযোগিতা পাননি বলে অভিযোগ পরিবারের।

মঙ্গলবার ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের সন্ধানের দাবিতে মানববন্ধনে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাফি বলেন, ‘ফ্যাসিস্ট সরকার পতনের পরেও আমাদের ভাই ওয়ালীউল্লাহ ও আল মুকাদ্দাস ভাইয়ের সন্ধান পাইনি আমরা। এখন পর্যন্ত তাদের সন্ধান না পাওয়াকে আমরা অন্তর্বর্তী সরকারের দুর্বলতা মনে করি। আমাদের দু’ভাই কী কারণে এবং কোথায় গুম করা হয়েছে সবকিছু উদ্‌ঘাটন করতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে গুম হওয়া সব ব্যক্তিদের সন্ধান ও এর সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাই।


আরো সংবাদ



premium cement
ইকবালের কাব্যাদর্শ : বিশ্বজনীন আবেদনসমৃদ্ধ বগুড়ায় বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার, বন বিভাগে হস্তান্তর ‘সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াতে ইসলামী বিশ্বাসী নয়’ বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ৮ ফেব্রুয়ারি বগুড়ার ধুনটে ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেফতার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে গ্রেফতার ৪ ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২ হাজার ৫৯৪টি মামলা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার করেই নির্বাচন দিতে হবে : গোলাম পরওয়ার মার্কিন বাণিজ্য যুদ্ধের সূচনা : কারণ ও ফলাফল পশ্চিমতীরে ২ ইসরাইলি সেনা নিহত, আহত আরো ৮

সকল