০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

মেহেরপুর সড়ক দুর্ঘটনায় সিঙ্গাপুর প্রবাসী নিহত

- ছবি : নয়া দিগন্ত

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপিতে ফার্নিচারবোঝাই ট্রাকের ধাক্কায় লাল্টি হোসেন (৩২) নামে এক সিঙ্গাপুর প্রবাসী নিহত হয়েছেন। এ সময় সৌদি প্রবাসী মিনারুল ইসলাম নামে আরো একজন গুরুতর আহত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার আমঝুপি বিএডিসি তৈল বীজ খামারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

লাল্টু হেসেন গাংনী উপজেলার কচুইখালি জুগিন্দা গ্রামের আহমেদ আলীর ছেলে এবং মিনারুল ইসলাম একই গ্রামের জামাল শাহর ছেলে।

এদিকে আহত মিনারুল ইসলামকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে তার পরিবার।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেলে তারা বারাদি থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। আমঝুপি বিএডিসি তৈল বীজের প্রথম ফটকের কাছে পৌঁছানো মাত্রই বিপরীত দিক থেকে আসা ফার্নিচারবোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক লাল্টু হোসেন মারা যান। এ ঘটনার পরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শিরা জানায়, নিহতের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। রাস্তার ওপর নিহতের মাথার খুলি ও মগজ পড়ে আছে।

তারা আরো জানায়, দু’টি গাড়িই দ্রুত গতিতে চলছিল। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে এসে লাল্টু হেসেন ও মিনারুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

ধানখোলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর আব্দুস সামাদ জানান, ‘লাল্টু হোসেন সিঙ্গাপুর এবং মিনারুল ইসলাম সৌদি আরবে ছিলেন। তারা দু’জনেই সম্প্রতি দেশে এসেছিল। অল্প দিনের মধ্যেই তারা দু’জনেই বিদেশ যাওয়ার কথা রয়েছে।’

তিনি আরো জানান, লাল্টু হোসেনের বড় ভাই আব্বাছ আলী (৩৫) গত তিন মাস আগে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। মাত্র তিন মাসের ব্যবধানে মোটরসাইকেল দুর্ঘটনায় একই সড়কে নিহত হলেন আপন দু’ভাই।


আরো সংবাদ



premium cement
যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য ইসরাইল কাতারে প্রতিনিধি পাঠাবে নিখোঁজের ৪ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার সেপ্টেম্বর থেকে ২২৫৮২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে আগামী বছর থেকে ইজতেমা করতে পারবে না সাদপন্থীরা : স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন ইস্যু নিয়ে মুখোমুখি প্রেস সচিব-ময়ূখ রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল লায়লাকে হত্যাচেষ্টা মামলায় প্রিন্স মামুনের বিচার শুরু বাংলাবান্ধা দিয়ে ভারত থেকে ১২৫ টন আতপ চাল আমদানি সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ফকিরহাটে নারীর লাশ উদ্ধার ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় দাওয়াত সম্প্রসারণ করতে হবে : মোহাম্মদ সেলিম উদ্দিন

সকল