০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

চৌগাছায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আটক ১

আটক ইকরামুল হোসেন - ছবি : নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে ইকরামুল হোসেনকে (৩১) আটক করেছে থানা পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে আটক ইকরামুল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে এ ঘটনায় ২ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী কিশোরীর মা চৌগাছা থানায় মামলা করেন।

এর আগে ১ ফেব্রুয়ারি রাতে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার নথি ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, স্কুলশিক্ষার্থীর মোবাইলে তুহিন নামে একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক হয়। বাবা হারা কিশোরী মাঝে মধ্যে মেয়েটির চাচাতো ভাই ইকরামুল হোসেনের মোবাইল থেকে তুহিনের সাথে কথা বলতো।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইকরামুল হোসেন মেয়েটিকে প্রেমিকের সাথে দেখা করিয়ে দেয়ার কথা বলে ডেকে নেয়। পরে গ্রামের একটি বাঁশবাগানের পাশের সরিষা খেতে নিয়ে জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করে। পরে প্রেমিক তুহিনের কাছে পৌঁছে দেয়ার কথা বলে মেয়েটির এক বান্ধবীর বাড়ির সামনে রেখে ধর্ষক ইকরামুল হোসেন পালিয়ে যায়। রাতে মেয়েটি তার বান্ধবীর বাড়িতে আশ্রয় নিয়ে তার মাকে জানায়।

ঘটনা জানতে পেরে ওই মেয়ের মা পরের দিন ২ ফেব্রুয়ারি রাতে চৌগাছা থানায় একটি ধর্ষণ মামলা করেন। পরে চৌগাছা থানার পুলিশ অভিযান চালিয়ে ইকরামুল হোসেনকে গ্রেফতার করেন।

এলাকাবাসী জানায়, ‘ইকরামুল হোসেন এর আগে একবার ধর্ষণের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা দিয়ে রক্ষা পায়। তার আগে সংখ্যালঘু পরিবারের এক প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়লে ওই গৃহবধূ আত্মহত্যা করে।’

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ মামলায় আটক ইকরামুল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement
জুলাই-জানুয়ারিতে ২৩৫৫ কোটি ডলারের পোশাক রফতানি জামালপুরে জেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা পাচ্ছে না সরকার কবর থেকে তুলে পুনরায় দাফন করা হবে হাসান নাসরুল্লাহকে বাংলাদেশের সাথে আরো বেশি অর্থনৈতিক সম্পৃক্ততার প্রত্যাশা ভারতের রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭ আটক ইউক্রেনীয় সেনাদের হত্যা করছে রাশিয়া গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল মার্কেট-ভবন সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জনকে হত্যার দাবি প্রত্যাখ্যান সরকারের মানুষের কল্যাণের জন্যই বিএনপির রাজনীতি : ডা: শাহাদাত হোসেন গুমের ঘটনায় শেখ হাসিনাসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা জড়িত : এইচআরডব্লিউ

সকল