০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

দুবলারচরের অপহৃত ১৫ জেলের জন্য জলদস্যুদের মুক্তিপণ দাবি

দুবলারচরের শুটকি পল্লীতে কাজ করছেন জেলেরা - ছবি : নয়া দিগন্ত

বঙ্গোপসাগরের দুবলারচরের অপহৃত ১৫ জেলের মুক্তির জন্য জনপ্রতি তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে জলদস্যুরা।

দুবলার আলোরকোল থেকে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী জানান, ‘২৭ জানুয়ারি দিবাগত রাতে দুবলার আলোরকোলের জেলেরা সুন্দরবনের মান্দারবাড়িয়ার কাছে বঙ্গোপসাগরে মাছ ধরছিল এ সময় ১০ থেকে ১২ জনের সশস্ত্র জলদস্যু একটি ফিশিংবোটে করে এসে মাছধরারত জেলেদের ওপর হামলা করে ১৫ জন জেলেকে তাদের ট্রলারে উঠিয়ে নিয়ে যায়।

অপহৃত জেলেরা হলেন শাহআলম, আজাহারুল ইসলাম, মো: জাহাঙ্গীর আলম, আরাফাত হোসেন, আলমগীর হোসেন, শাহাজান গাজী, মো: রাসেল মো: শাহজাহান ঢালী, হাফিজুর রহমান, মো: শাহীনুর আলম, মতিয়ার সরদার, খান রফিক, রিপন মোড়ল, নুরে আলম ও নাথন বিশ্বাস।

অপহৃত জেলেদের বাড়ি খুলনা সাতক্ষীরা, বাগেরহাটসহ বিভিন্ন এলাকার। অপহরণের চার দিন পরে দস্যুরা অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে জেলেদের স্বজনদের কাছে জনপ্রতি তিন লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে। মুক্তিপণের টাকা দ্রুততম সময়ের মধ্যে পরিশোধ না করলে জেলেদের হাত পা ভেঙে দেয়া হবে বলে দস্যুরা হুমকি দিয়েছে বলে অপহৃত জেলে শাহ আলমের বাবা আবু তালেব জানান।

অপহৃত জেলে শাহ আলমের বাড়ি শ্যামনগরের বণ্যতলা গ্রামে। এ ঘটনায় অপহৃত জেলে শাহ আলমের পরিবারে চলছে আহাজারি। ছেলের জন্য কান্নায় ভেঙে পড়ছেন শাহ আলমের মা শাহানারা খাতুন। তিনি তার মুক্তির জন্য সাংবাদিকদের মাধ্যমে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদুল্লাহ জানান, ‘দুবলারচরে জেলে অপহরণের কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে অপহৃত জেলেদের পরিবারকে থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে বলেও ওসি জানিয়েছেন।’


আরো সংবাদ



premium cement
অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ ‘শাটডাউন’ ঘোষণা একুশে বইমেলা নিয়ে করা ফেসবুক পোস্টের বিষয়ে যা বললেন প্রেস সচিব সান্তাহারে ঘুরতে যেয়ে ট্রাকচাপায় ৩ বন্ধু নিহত মধ্যপ্রাচ্যে ইসরাইলের অবস্থান মজবুত করতে বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু জামায়াত নেতারা গলায় ফাঁসির রশি পরেছে কিন্তু পালিয়ে যায়নি : শামসুল ইসলাম রমজানে তেল, চিনি, ছোলা ও খেজুরের কোনো সঙ্কট হবে না : বাণিজ্য উপদেষ্টা উড়ন্ত সালাহর জোড়া গোলে লিভারপুলের জয় সাঈদীবিহীন চট্টগ্রামেরদ ঐতিহাসিক তাফসীর মাহফিল যেমন ছিল চাঁদার দাবিতে কর্মকর্তাকে মারধর, ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি গ্রেফতার বসবাসের পর্যাপ্ত ব্যবস্থা না করেই জুনে শেষ হচ্ছে পূর্বাচল প্রকল্প বাজারে তেল, চিনি, ছোলা ও খেজুরের সঙ্কট নেই : বাণিজ্য উপদেষ্টা

সকল