০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

ফকিরহাটে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

ফকিরহাটে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

বাগেরহাট জেলার ফকিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার (৩১ জানুয়ারি) একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ফকিরহাট উপজেলার লখপুর পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে খুলনা-মোংলা মহাসড়কের পাশে ডাকাতি করার জন্য পিকআপসহ অবস্থান নেয় একদল ডাকাত।

পুলিশ আরো জানায়, গোপন সূত্রে এ তথ্য পেয়ে ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আলমগীর কবির ডিউটিরত পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পিকআপ রেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের পিছু নিয়ে ডাকাত দলের পাঁচজন সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের পিকআপ ভ্যানটি তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত বার্মিজ চাকু, চাপাতি, হাইড্রোলিক কাটার, বড় ছুরি ও শাবল জব্দ করে।

সংঘবদ্ধ ডাকাত দল গ্রেফতারে নেতৃত্ব দেন ফকিরহাট মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক মো: আশিক রেজা।

তিনি জানান, গ্রেফতার আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক চুরি-ডাকাতির মামলা রয়েছে। ঘটনার সময় ডাকাত দলটি লখপুর এলাকায় ডাকাতির জন্য প্রস্তুত হচ্ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এ ব্যাপারে গ্রেফতার পাঁচজনসহ অজ্ঞাত কয়েক জনকে আসামি করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা হয়েছে।

গ্রেফতার ডাকাত দলের সদস্যরা হলেন- উপজেলার পিলজংগ গ্রামের ইউনুস আকনের ছেলে মো: এমদাদুল আকন (৩২), তিনি বর্তমানে খুলনার লবণচরায় বাসা ভাড়া করে থাকেন বলে জানা গেছে।

এছাড়া বাগেরহাট সদর উপজেলার মৃত খোকন শেখের ছেলে রবিউল শেখ (২৮), খুলনার লবণচরা এলাকার বাবর আলী গাজীর ছেলে নাজমুল হোসেন বাপ্পী (২২), রূপসা উপজেলার রামনগর এলাকার ইসাহাক শেখের ছেলে শহীদুল শেখ (৪০) ও একই এলাকার আবু তালেব শেখের ছেলে মাসুদ শেখ (২৮)।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আলমগীর কবির বলেন, ‘আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তাদের শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement
৮ মেগা প্রকল্পের ৭৫২ কোটি ডলার লোপাট! সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নির্দেশনা দিয়েছিল ভারতের ‘র’! একুশের চেতনাই জুলাই বিপ্লবে জাতিকে ঐক্যবদ্ধ করেছে রাজউকের নিম্নবিত্ত আবাসনের ১০১১ একর ভূমির বেশির ভাগই বেদখলে স্বৈরাচারের মাথা পালালেও কিছু অবশিষ্ট রয়ে গেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটকে নিষ্ক্রীয় করার চেষ্টা চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্বে জামায়াত কোথাও জড়িত নয় যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধে বেশি ভুগবে ইউক্রেন ও ইসরাইল বাংলাদেশ কুড়িতম লিবিয়া উপকূলে ভেসে আসছে লাশ, ২০ বাংলাদেশী নিহত লাল ফিতার দৌরাত্ম্য কমাতে সংস্কারের পরামর্শ টাস্কফোর্সের ভাষা আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ

সকল