প্রতিমাসে লক্ষাধিক টাকা শিক্ষাবৃত্তি দিবে ইবি ছাত্রশিবির
- ইবি সংবাদদাতা
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের মাসিক লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি দেয়ার ঘোষণা দিয়েছে শাখা ছাত্রশিবির। শনিবার (১ ফেব্রুয়ারি) শাখা ছাত্রশিবির এ ঘোষণা দিয়েছে।
এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত (স্নাতক) শিক্ষার্থীদর এক বছর মেয়াদে প্রতিমাসে ন্যূনতম এক হাজার টাকা এবং সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি দেয়া হবে বলে জানিয়েছে সংগঠনটির নেতারা। সংগঠনটির ‘ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান’ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে।
এ প্রকল্পে আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
ছাত্রশিবিরের শাখা সভাপতি মাহমুদুল হাসান বলেন, ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। এটি অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। সর্বোপরি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আমরা আমাদের ইতিবাচক কাজের ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা