বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে আসছেন ভারতীয় মুসল্লিরা
- বেনাপোল (যশোর) সংবাদদাতা
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৮
মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত ৫৮তম বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে মুসল্লিরা আসছেন বাংলাদেশে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে মুসল্লিরা বেনাপোল দিয়ে আসছেন বাংলাদেশে। তবে তা পরিমাণে অনেক কম।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে দেখা যায়, ভারতের বিভিন্ন রাজ্য থেকে মুসল্লিরা বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে আসছেন।
এবারের বিশ্ব ইজতেমায় যোগ দিতে বেনাপোল চেকপোস্ট দিয়ে গত কয়েক বছরের তুলনায় অনেক কম সংখ্যক বিদেশী মেহমান বাংলাদেশে আসছেন বলে জানা গেছে। গত কয়েক মৌসুমে এই চেকপোস্ট দিয়ে প্রায় চার থেকে পাঁচ হাজার বিদেশী মুসল্লি বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসতেন। কিন্তু চলতি বিশ্ব ইজতেমায় গত বৃহস্পতিবার থেকে আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত তিন দিনে মাত্র ২২০ জন ভারতীয় মুসল্লি এসেছেন বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে।
ইজতেমার দ্বিতীয় দফায় যোগ দিতে কিছু বিদেশী মেহমান আসবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী সোমবার (৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় পর্বে ঢাকার টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার অনুষ্ঠিত হবে। ওই দিন ফজর বাদ আমবয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের এ বিশ্ব ইজতেমা শুরু হবে। আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার শেষ পর্ব।
ভারতীয় মুসল্লিরা বেনাপোল স্থলবন্দর থেকে বাস কিংবা ট্রেনযোগে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে যাচ্ছেন। ইমিগ্রেশন -এর ভেতরে স্বাস্থ্য পরীক্ষা করতে দেখা গেছে মুসল্লিদের।
বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বিদেশী মেহমানদের অভ্যর্থনা জানানো, থাকা-খাওয়া ও ঢাকায় পাঠানোসহ সব কাজ দ্রুত করার জন্য তাবলিগ জামায়াতের ঢাকার কাকরাইল মসজিদ থেকে একটি প্রতিনিধি দল বেনাপোল স্থলবন্দরে অবস্থান করছেন। তারা প্রতিদিন আগত মুসল্লিদের সার্বিক সহযোগিতা করছেন।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ মো: আহসানুল কাদের ভূঞা জানান, ভারতের বিভিন্ন রাজ্য থেকে মুসল্লিরা বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসছেন। এবার খুবই কম সংখ্যক মুসল্লি আসছেন। বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা বিদেশী মেহমানদের দ্রুততার সাথে পাসপোর্টের কাজ সম্পন্ন করা হচ্ছে। বেনাপোল পুলিশ ইমিগ্রেশনে পৃথক ডেক্স খোলা হয়েছে। বিদেশী মেহমানদের পুলিশ ইমিগ্রেশন সদস্যরা সেবা দিচ্ছেন। বিদেশী মেহমানদের সেবা করতে পেরে আমরাও খুশি জানালেন ওসি।
এবারের তাবলিগ জামাতে বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা