০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

অন্যায় অবিচারের বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে : মুজিবুর রহমান

সম্মেলনে কক্তব্য দিচ্ছেন অধ্যাপক মুজিবুর রহমান - ছবি : নয়া দিগন্ত

অন্যায় অবিচারের বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘এই অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের রক্ত ঋণের উপর দাঁড়িয়ে তৃতীয় স্বাধীনতার হাতছানি আমাদের সামনে। এই স্বাধীনতা হবে দেশে সুবিচার প্রতিষ্ঠার। আর সুবিচার প্রতিষ্ঠা সম্ভব ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে। সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব। এই লক্ষ্যে কাজ করছি আমরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘এই দেশের মানুষ একটি স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিল। লক্ষ্য ছিল গণতন্ত্র, সাম্য এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ তৈরি করা। সেই লক্ষ্যকে সামনে রেখে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বহু মানুষ জীবন উৎসর্গ করেছিলেন, সেই লক্ষ্য অর্জিত হয়নি, দেশের মানুষ স্বাধীনতার সুফল পাননি।’

তিনি বলেন, ‘স্বাধীনতার পরিবর্তে ৫৪ বছর ধরে পরাধীনতার গ্লানি ভোগ করেছে দেশের মানুষ। স্বাধীনতার পর ভোটের অধিকার, ভাতের অধিকার, সাম্য প্রতিষ্ঠিত হয়নি। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর হয়নি। এজন্যই অন্যায়ের বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে।’

নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো: জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে জেলা সেক্রেটারি আফতাব উদ্দীনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো: মুজিবুর রহমান ভূঁইয়া, নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম এবং সংগঠনের কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য অধ্যক্ষ মো: আব্দুস সবুর।

সম্মেলনের দ্বিতীয় সেশনে মো: মোস্তাফিজুর রহমানকে সভাপতি এবং আফতাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা শাখার নতুন দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়।


আরো সংবাদ



premium cement
স্বৈরাচাররা মাথাচারা দেয়ার অপচেষ্টা করছে : তারেক রহমান আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৪ জনের লাশ উত্তোলন ইজতেমার আখেরি মোনাজাত রোববার, দ্বিতীয় পর্ব শুরু সোমবার শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, তীরে ফিরল ৯ যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্বে জামায়াত জড়িত নয় : ডা: শফিকুর রহমান কুমিল্লায় যুবদল নেতা হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে মানববন্ধন কৃষি আধুনিকায়নে বাংলামার্ক : অ্যাসেম্বলি লাইনে কম্বাইন হারভেস্টারের যাত্রা শুরু চন্দনাইশে একুশের আরেক উদাহরণ জুলাই বিপ্লব : প্রধান উপদেষ্টা ইতালির কথা বলে লিবিয়া নিয়ে ফরিদপুরের দুই যুবককে হত্যা ৪১ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল পেলেন ৪০ কিশোর

সকল