মোরেলগঞ্জে বৃদ্ধের লাশ উদ্ধার
- মিজানুর রহমান, মোরেলগঞ্জ, (বাগেরহাট)
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৫
বাগেরহাটের মোরেলগঞ্জে আব্দুস সালাম সরদার নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের শেখপাড়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
আব্দুস সালাম সরদার উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের গুয়াতলা পলিটিক্স গ্রামের হাসেম আলী সরদারের ছেলে।
আব্দুস সালামের আত্মীয়রা জানায়, সালাম সরদারের ব্রেনে সমস্যা ছিল এবং বিভিন্ন স্থানে লক্ষ্যহীণভাবে ঘুরে বেড়াতেন।
এ বিষয় থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) রাম উত্তম বলেন, ‘আজ বেলা ১১টার সময় স্থানীয়দের সহযোগীতায় লাশটি খাল থেকে উদ্বার করে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। নিহতের আত্মীয়দের মাধ্যমে জানা গেছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা