সড়ক দুর্ঘটনায় আহত ২ আত্মীয়কে হাসপাতালে রেখে ফেরার পথে নিজেই নিহত
- কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা
- ২৭ জানুয়ারি ২০২৫, ১৭:০২, আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ১৭:৩৪
সাতক্ষীরার কালিগঞ্জে কাছাকাছি স্থানে ও স্বল্প সময়ের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন হতাহত হয়েছেন। একটি দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন যুবক এবং অপর ঘটনায় আহত হয়েছেন এক দম্পতি।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর এলাকায় ৩০ মিনিটের ব্যবধানে দুর্ঘটনা দু’টি ঘটে।
প্রথমে একটি ইঞ্জিনচালিত ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আহত হন কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরী আব্দুল গফফার ঢালীর ছেলে আব্দুর রহমান ওরফে আসমত (৩০) ও তার স্ত্রী শিরিনা পারভীন (২৪)। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর ওই মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় নিহত হন তাদেরই আত্মীয় আলী আকবার (১৮)।
আলী আকবার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
জানা গেছে, আব্দুর রহমান তার স্ত্রী শিরিনা পারভীনকে নিয়ে সোমবার সকালে মোটরসাইকেলে করে কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে কালিকাপুর একতা কৃষি উন্নয়ন সমবায় সমিতি কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় তারা আহত হন। আব্দুর রহমানের আত্মীয় আলী আকবর তাদের দু’জনকে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর আহতের মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। বেলা ১১টার দিকে পূর্বের দুর্ঘটনাস্থল থেকে পাঁচ শ’ মিটার দূরে কালিকাপুর সবুজ সঙ্ঘের সামনে পৌঁছালে একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয় জনতা ট্রাকের চালককে আটক করে থানায় খবর দেয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা