কুষ্টিয়ায় ব্যাংকে এসে ৯৩ হাজার টাকা খোয়ালেন ভিক্ষুক
- কুষ্টিয়া প্রতিনিধি
- ২৬ জানুয়ারি ২০২৫, ২২:০৩, আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫, ২২:০৪
কুষ্টিয়ায় ব্যাংকে টাকা জমা রাখতে এসে ৯৩ হাজার টাকা খোয়ালেন এক নারী ভিক্ষুক। রোববার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে শহরের বড় বাজার অগ্রণী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নুরজাহান জানান, আমি শহরের হরিশংকপুর চাইলের বর্ডার এলাকায় একটি বাড়িতে এক মেয়ে ও দুই ছেলে নিয়ে ভাড়া থাকি। ২০ বছর আগে স্বামী কফিল উদ্দিন মারা গেলে সন্তানদের নিয়ে ভিক্ষা করে কোনো রকমে সংসার চালাই। অন্ধ সন্তানদের নিয়ে ভিক্ষা করে ৯৩ হাজার টাকা জোগাড় করি। সন্তানদের ভবিষ্যত চিন্তা করে একজনের পরামর্শে সন্তানদের নিয়ে যৌথ অ্যাকাউন্ট খুলবো বলে সকাল ১০টার দিকে ব্যাংকে যাই।
তিনি বলেন, ব্যাংকে একজন লোকের সাথে পরিচয় হলে তিনি ফরম পূরণ করে আমাদের টিপসই নিয়ে টাকা জমা দেয়ার নাম করে টাকার ব্যাগ নিয়ে যায়। কিন্তু দীর্ঘ সময় সে আর ফিরে আসেনি। এরপর তাকে খুঁজে পাওয়া না গেলে আমি ব্যাংকের কর্মচারীদের নিকট বিষয়টি খুলে বলি।
তিনি জানান, আমি অনেক কষ্ট করে ভিক্ষা করা টাকা জমিয়ে ৯৩ হাজার টাকা জমা করি। আর এই টাকাগুলো সংরক্ষণ করার জন্যই ব্যাংকে রাখার সিদ্ধান্ত নেয়।
সাথে থাকা নুর জাহানের অন্ধ মেয়ে জানান, এতগুলো টাকা মা কোথায় রাখবে এই চিন্তায় শেষ পর্যন্ত ব্যাংকে আমাদের নামে যৌথ অ্যাকান্টে খোলার সিদ্ধান্ত নিয়ে ব্যাংকে আসি। কে টাকা নিলো তাকে চিনি না।
এ ব্যাপারে ভিক্ষুক নুরজাহান কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ করেছেন। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যাংকের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
অগ্রণী ব্যাংক বড় বাজার শাখার ব্যবস্থাপক জানান, বিষয়টির সাথে আমাদের কোনো স্টাফ জড়িত নয়, কে বা কারা এই ধরনের প্রতারণা করে ভিক্ষুককে সর্বশান্ত করলো তা সিসি ক্যামেরা দেখলে বুঝতে পারব। এদিকে ভিক্ষুক নুরজাহান জীবনের সঞ্চিত ৯৩ হাজার টাকা খুইয়ে ব্যাংকের মধ্যেই কান্নাকাটি করছেন।