২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

বাঘারপাড়ায় কম্বল বিতরণ অনুষ্ঠানে হামলা, পাঁচজন হাসপাতালে

- ছবি : প্রতীকী

যশোরের বাঘারপাড়ায় কম্বল বিতরণ অনুষ্ঠানে ছাত্রদল নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এ সময় পাঁচজন আহত হন।

আহতরা হলেন সুজন মাহমুদ, হাদু, আলফিশান, অলিদ বিশ্বাস ও আব্দুল্লাহ। আহতদের পাঁচজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই সমাজ কল্যাণ ক্লাবের সদস্য।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বাঘারপাড়া সমাজ কল্যাণ ক্লাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কম্বল বিতরণ অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকারের। অনুষ্ঠানের প্রাক্কালের কৃষক দলের কেন্দ্রীয় নেতা টি এস আইয়ুবের সমর্থক বাঘারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা নাঈম, রাকিব, পৌর ছাত্রদলের সদস্যসচিব হৃদয় তারেক, ছাত্রনেতা রুহুল আমীন, পৌর যুবদলের সদস্যসচিব বাবুল, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পারভেজ, যুবনেতা রবি ও রায়হানের নেতৃত্বে কম্বল বিতরণ অনুষ্ঠান পন্ড করে দেয়া হয়। ওই সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সমাজ কল্যাণ ক্লাবের কয়েকজনকে মারপিট করা হয়।

বাঘারপাড়া সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি নাফিস খান লিটন বলেন,‘সমাজ কল্যাণ ক্লাবের পাঁচ বছর পূর্তি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে কেক কাটা ও কম্বল বিতরণের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি ছিলেন। আমরা উপজেলা পরিষদের ভেতরে অনুষ্ঠান শুরুর প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা উপজেলা গেটে আমাদের কয়েকজন সদস্যকে মারপিট করে তাড়িয়ে দেয়। বিষয়টি আমরা প্রতিরোধের চেষ্টা করলে তারা আমাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে পুলিশ এসে উভয়পক্ষকে শান্ত করে।’
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাফিস ইকবাল ইসা বলেন,‘আমি বাঘারপাড়ার বাইরে ছিলাম। ঘটনা সম্পর্কে কিছুই জানি না।’

বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলীম বলেন, ‘কম্বল বিতরণের বিষয়টি পুলিশ আগে থেকে জানতো না। যখন বিশৃঙ্খলার বিষয়টি শুনেছি তাৎক্ষণিকভাবে ফোর্স পাঠিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। আপাতত পরিবেশ শান্ত আছে।’

উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার জানিয়েছেন,‘কম্বল বিতরণের জন্য সমাজ কল্যাণ ক্লাব যথেষ্টভাবে সজ্জিত ছিল না। আমি অনুষ্ঠানে যাওয়ার জন্য আমার কার্যালয়েই অবস্থান করছিলাম। অনুষ্ঠান শুরুর আগেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পরিবেশ শান্ত করে।’

 


আরো সংবাদ



premium cement
সিলেটকে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা বাড়াল রাজশাহী নির্বাচনে জিতে লুকাশেঙ্কো বললেন, ‘পশ্চিমাদের পাত্তা দিই না' প্রথমবারের মতো ভারত থেকে আমদানি হলো মসুর ডাল শিগগিরই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে : মান্না বিশ্ব ইজতেমা উপলক্ষে ডিএমপির নির্দেশনা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত রাজবাড়ীতে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬ বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারত-চীনকে বাঁধ নির্মাণের আহ্বান গোঁজামিলের ভোটার তালিকা মেনে নেয়া হবে না : মাওলানা রফিকুল ইসলাম খান ইইউ বাংলাদেশের সাথে বিস্তৃত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পক্ষে ‘হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো আপস হবে না’

সকল