২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

চুয়াডাঙ্গায় সূর্যের দেখা নেই, আবারো শৈত্যপ্রবাহের আভাস

চুয়াডাঙ্গায় সূর্যের দেখা নেই, আবারো শৈত্যপ্রবাহের আভাস - ছবি : নয়া দিগন্ত

তিন দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। দেখা নেই সূর্যের। আর হিমেল বাতাসে বিপর্যস্ত জেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ছিন্নমূল ও অসহায় মানুষ ভয়বহ দুর্ভোগে পড়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও হিমেল বাতাসের কারণে বেশি শীত অনুভূত হচ্ছে। এছাড়া আগামী ২৬ জানুয়ারি থেকে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা আসার সম্ভাবনা রয়েছে। আর তিন-চার দিন জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে, শীতের কারণে কয়েক দিন ধরেই জেলার হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল এবং চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের ভিড় বেড়েছে। বিশেষ করে শিশু, ডায়রিয়া ও মেডিসিন বিভাগে রোগীদের উপচে পড়া ভিড়ের কারণে চিকিৎসক-নার্সদের হিমশিম অবস্থা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান বলেন, শীতের কারণে হাসপাতালে দু’ধরনের শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঠান্ডাজনিত রোগ ও রোটা ভাইরাসজনিত ডায়রিয়া। প্রতিদিন বহির্বিভাগে শিশু রোগীর চাপ বেড়ে যাচ্ছে। আন্তঃবিভাগে শিশু ওয়ার্ডে গড়ে ৬০ জন রোগী চিকিৎসা নিচ্ছে।


আরো সংবাদ



premium cement
সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত নয়া দিগন্তের ইব্রাহীম পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে : আইন উপদেষ্টা পরকীয়া প্রেমিককে খুন করে টয়লেটের ট্যাংকে ফেলে রাখল প্রেমিকা টেকনফে পাহাড় থেকে অপহৃত ১৫ জনকে উদ্ধার, গ্রেফতার ২ জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে না পারলে গণঅভ্যুত্থানের সুফল স্থায়ী হবে না : খেলাফত মজলিস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে উদ্ধার হওয়া ৪ গরু নিয়ে বিপাকে আমতলী থানা পুলিশ নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ২ বাংলাদেশী বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল, মহাসচিব শরফ নজরুল বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, ২ জনকে পুলিশে হস্তান্তর পাকুন্দিয়ায় পুড়ে গেছে ৬ দোকান

সকল