চুয়াডাঙ্গায় কুয়াশা আর শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত
- দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
- ২৩ জানুয়ারি ২০২৫, ১৩:২২
সূর্যের দেখা নেই সারাদিন প্রচণ্ড ঘন কুয়াশায় ঢাকা পড়ে তীব্র শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ। সড়কে পরিবহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছে খেটে খাওয়া মানুষ।
আগামী ২৬ জানুয়ারি থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা জানিয়েছেন চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান।
তিনি জানান, আগামী ২৬ জানুয়ারি থেকে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তিন থেকে চার দিন জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে, তীব্র শীতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ঠান্ডা জনিত কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রকিব সাদী জানান, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে হাসপাতালের আউটডোরে প্রতিদিন ২০০ থেকে ৪০০ জন চিকিৎসা নিচ্ছেন।
দামুড়হুদা উপজেলা সদরের দশমীপাড়ার হাবিবুর রহমান বলেন, ‘অতিরিক্ত ঠান্ডা আর কুয়াশার কারণে ছোট বাচ্চাদের ঘর থেকে বের হতে দেয়া হচ্ছে না।’
ভ্যানচালক ঝন্টু মিয়া জানান, সকালে ভ্যান নিয়ে বের হওয়া যাচ্ছে না। কোনো মতে বের হলেও রোডে মানুষজন চলাচল খুবই কম, কোনো যাত্রী হচ্ছে না।
দামুড়হুদার মাঠে খাটা শ্রমিক ঈছানবি বলেন, অতিরিক্ত ঠান্ডা ঘন কুয়াশা আর ঠান্ডা হাওয়ার কারণে মাঠে কাজ করা যাচ্ছে না। কয়েকদিনের ব্যবধানে আজ প্রচুর ঠান্ডা পড়ছে এমন আবহাওয়া অব্যহত থাকলে চলাচল কঠিন হয়ে পড়বে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা বলেন, জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ চলছে। এতে শিশুরা নানা ধরনের ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হতে পারে। ঠান্ডা জনিত রোগের আক্রন্ত যাতে না হয় সেজন্য নিজেদের সচেতন হতে হবে। ছোট বাচ্চাদের সকালে রোদ বের না হওয়া পর্যন্ত ঘর থেকে বের হতে দেয়া যাবে না। শিশুদের যেন বাতাস না লাগে সে দিকে লক্ষ্য রাখতে হবে। তাদেরকে কুশুম গরম পানি করে গোসল করাতে হবে তাহলে ঠান্ডা জনিত রোগ থেকে এড়িয়ে চলা সম্ভব হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা