২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

ইবি পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. অরবিন্দ সম্পাদক পংকজ

- ছবি : নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী পংকজ রায় মনোনীত হয়েছেন।

আজ মঙ্গলবার পূজা উদযাপন পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পরিসংখ্যান বিভাগের প্রভাষক সুমন বিশ্বাস, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পিন্টু লাল দত্ত ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সুকান্ত দাস। যুগ্ম-সাধারণ সম্পাদক অনির্বাণ সরকার, তন্ময় ঘোষ, রিয়া বসাক, স্বপন রায়, মনিকান্ত বিশ্বাস, রবি শঙ্কর, স্বপন রায়, স্বপ্না রানী মণ্ডল, দীপ কুন্ডু, উত্তম কুমার পাল, প্রান্ত কুমার কুন্ডু, শুভ্র ভৌমিক, তুর্য বিশ্বাস, দীপ সাহা ও আর্য পাল। কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন বাস্তব বসাক।

এছাড়াও সহ-কোষাধ্যক্ষ হিসেবে রামকৃষ্ণ চৌধুরী, তুষার বিশ্বাস, দ্বীপজয় মল্লিক, পূজা দত্ত ও শ্যামল দাস মনোনীত হয়েছেন।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক পংকজ রায় বলেন, ‘পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সবার প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা। এ বছর পূজার এই আনন্দঘন মুহূর্তে আমরা সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। আমাদের সমাজের প্রতিটি মানুষ যেন ঐক্য, ভালোবাসা এবং সৌহার্দ্যের মাধ্যমে একত্রিত হতে পারে এই কামনাই করি। আমি দেশ ও জাতির মঙ্গল কামনা করি এবং ঈশ্বরের আশীর্বাদে সকলের জীবন বয়ে আসুক অনাবিল আনন্দ। এই পূজায় প্রতিটি হৃদয়ে আনন্দের দ্বীপ জ্বলুক এবং সকলের জীবনে সুখের আগমন ঘটুক।’


আরো সংবাদ



premium cement
হামাসের আক্রমণ প্রতিরোধে ব্যর্থতা : পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের জামায়াতের সাবেক উপজেলা আমির কাশেম মণ্ডলের পিএইচডি অর্জন আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি চায় ময়মনসিংহ যুক্তরাষ্ট্রে আরো রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ছাত্রশিবিরের নামে নানারকম প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল’ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেবার মান বাড়াতে আইজিপির নির্দেশ নাইকো দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু কেয়া গ্রুপের আরো ২টি কারখানা বন্ধ ঘোষণা গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সহায়তা করবে জার্মানি গাজীপুরে ঝুটের ৩টি গুদামে আগুন

সকল