১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

দর্শনায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আটক ২

দর্শনায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আটক ২ - ছবি : নয়া দিগন্ত

দর্শনায় বিএনপি, যুবদল, ছাত্রদলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ জানুয়ারি) ভোরে দু’যুবদল কর্মীকে আটক করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, শুক্রবার রাত ৭টার দিকে সংঘর্ষে দর্শনা পৌর বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান বুলেট (৪৮), যুবদল নেতা মোহন হোসেন ( ৩০), শিপন মিয়া (২৮), রকিবুল হাসান ব্রাইট (৩৭), ছাত্রদল নেতা আরিফুল ইসলাম (২৫), মামুন (২৫), মিতুলসহ (২৪) ১১ জন জখম হয়।

তারপর শুরু হয় উভয় পক্ষের দেশীয় অস্ত্রের মহড়া। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এই দেশীয় অস্ত্রের মহড়া চলে। পরে চুয়াডাঙ্গা সেনাবাহিনীর একটি দল ও দর্শনা থানা পুলিশ পরিবেশ নিয়ন্ত্রণে আনে। ওই রাতেই দর্শনার ১৫টি প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করা হয়।

এ ঘটনায় শনিবার রাতে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে মনির হোসেন ও সাজ্জাদ হোসেন নামে দু’জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি বাদি হয়ে দর্শনা থানায় মামলা করেন।

দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক আহাম্মদ আলি জানান, ‘দুঃখজনক ঘটনা। তবে অপরাধ করলে কেউ রেহাই পাবে না।’

দর্শনা থানার সেকেন্ড অফিসার অনুজ কুমার জানান,‘পৃথক দু’টি মামলায় দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে যুবদল কর্মি রাজ হোসেন (৩০) ও সবুজ হোসেনকে (৩২) আটক করা হয়েছে।’

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমির জানান, ‘এ ঘটনায় দু’টি মামলা রেকর্ড হয়েছে। প্রতি মামলায় ২০-২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দু’শ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারে অভিযান চলছে।’


আরো সংবাদ



premium cement
বাড়ির ফিরছে ফিলিস্তিনিরা, ঢুকছে ত্রাণের ট্রাক বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত বাড়ি ফিরতে শুরু করেছে হাজার হাজার ফিলিস্তিনি ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নীতিমালা শিথিল করলো কেন্দ্রীয় ব্যাংক ফতুল্লায় পোশাকশ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ২ গার্মেন্টস ভাঙচুর দেশ হাসিনামুক্ত হয়েছে, এখনো গণতন্ত্রের হয়নি : গয়েশ্বর রায় আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয় : তারেক রহমান চিকিৎসকসহ ৫ হাসপাতাল কর্মী গ্রেফতারের প্রতিবাদ ড্যাবের শামীম ওসমান সারা বিশ্বে না’গঞ্জকে সন্ত্রাসের জেলা পরিচিত করেছেন মাত্র ১০ দিনের মাথায় যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান ওএসডি আশুলিয়ায় বাস চাপায় নারী পোশাকশ্রমিক নিহত

সকল