১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

দর্শনায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় দু’টি অভিযোগ

ভাঙচুরে ক্ষতিগ্রস্ত একটি দোকান। - ছবি : নয়া দিগন্ত।

চুয়াডাঙ্গার দর্শনায় বিএনপির ত্রিমুখী ধাওয়া-পাল্টা ধাওয়া ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দু’টি অভিযোগে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টরসহ ১৮ ও ৩৬ জনের বিরুদ্ধে দর্শনা থানায় অভিযোগ দায়ের হয়েছে।

গত শুক্রবার (১৮ জানুয়ারি) রাতে দর্শনা কলেজ পাড়ার আবেদ আলীর ছেলে সাজ্জাদ হোসেন বাদী হয়ে তার দোকান ভাঙচুর, লুটপাট মারধর করে ১ লাখ ৬৫ হাজার টাকা ক্ষয়ক্ষতি করে অভিযোগে পরানপুর গ্রামে মৃত শামছদ্দিনের ছেলে নাহারুল ইসলাম মাস্টার, মোবারক পাড়ার মনির হোসেনের ছেলে সামাউল হক ও একই পাড়ার শহীদ হোসেনের ছেলে সোহেবসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এছাড়া এ অজ্ঞাত আরো ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে অভিযোগ করে সাজ্জাদ হোসেন।

অপরদিকে রামনগর গ্রামের মহসিন আলীর ছেলে মনির হোসেন বাদী হয়ে তার দোকান ভাঙচুর, লুটপাট মারধর করে ১ লাখ ৫০ হাজার টাকা ক্ষয়ক্ষতি করে লুটপাট করে নাহারুল ইসলাম মাস্টর, মোবারক পাড়ার শহীদ হোসেনের ছেলে সোহেব, পরানপুর গ্রামের মুসা মিয়ার ছেলে রকিবসহ ৩৬ জনের বিরুদ্ধে আর একটি অভিযোগ হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে আর একটি অভিযোগ হয়েছে।

গত শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে বিএনপি নামধারী ৩টি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ইট পাথর ছুড়া ছুড়ি এক দোকানপাট ভাঙচুরসহ লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭/৮ আহত হয়।

দর্শনা কেরু নির্বাচনের প্রচারনা মিছিল থেকে ঘটনার সূত্রপাত বলে স্থানীয়রা জানান।


আরো সংবাদ



premium cement