১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

চুয়াডাঙ্গায় বিএনপি নেতার ওপর হামলা

বিএনপি নেতা মাহবুবুর রহমান মহাবুলের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা মাহবুবুর রহমান মহাবুলের (৫০) ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৮ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে আলমডাঙ্গা শহরের কাপড়পট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

মাহবুবুর রহমান মহাবুল উপজেলার ওই ইউনিয়নের হাড়গাড়ি গ্রামের মরহুম মাহাতাব মালিতার ছেলে। তিনি আলমডাঙ্গা উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক।

এ তথ্য নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান মাসুদ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীকে চিহ্নিত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: নাজমুস সাকিব বলেন, ‘তার ডান হাতের দু’টি জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সেলাই দেয়া হয়েছে। এছাড়া শরীরের দু-এক জায়গায় খুব সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। আমরা চিকিৎসা শেষে রোগীকে ভর্তি রেখেছি।’


আরো সংবাদ



premium cement