১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

কোরআনের আয়াতের ওপর ‘জয় বাংলা’ লেখায় মহম্মদপুরে বিক্ষোভ

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়ালে কোরআনের আয়াত, হাদিস এবং জুলাই বিপ্লবে আঁকা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

মাগুরার মহম্মদপুরে আমিনুর রহমান কলেজের দেয়ালে কোরআনের আয়াত, আয়াতের অনুবাদ, হাদিস এবং জুলাই বিপ্লবে আঁকা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনায় বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (১৮ জানুয়ারি) এ বিক্ষোভ মিছিলটি শহীদ আহাদ চত্বর থেকে শুরু হয়।

এর আগে, সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়করা। তারা এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

তারা দাবি করেন, রাতের আঁধারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়ালে কোরআনের আয়াত, হাদিস এবং জুলাই বিপ্লবে আঁকা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাব মহম্মদপুরের অস্থায়ী কার্যালয়ে বক্তব্য রাখেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো: হাসিবুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, অভি।

মো: হাসিবুল ইসলাম বলেন, ‘জুলাই আগস্টের আন্দোলনে যারা দোষী ছিল তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। এইটা আমাদের প্রথম দাবি।’

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অভিযান অব্যাহত আছে।


আরো সংবাদ



premium cement