ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার
- ঝিনাইদহ প্রতিনিধি
- ১৮ জানুয়ারি ২০২৫, ১৯:১৮
নিখোঁজের সাত দিন পর ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের একটি সেপটিক ট্যাংক থেকে রুবেল হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত রুবেল একই গ্রামের পিন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় সাগর নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রুবেলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, বাদপুকুরিয়া গ্রামের জনৈক দুলালের বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হলে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আকবর আলী জানান, ‘গত ১১ জানুয়ারি বাড়ির সামনে ফারুক হোসেনের চায়ের দোকান তাকে দেখা যায়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। শনিবার (১৮ জানুয়ারি) তার লাশ পাওয়া যায় একটি সেপটিক ট্যাংকের মধ্যে।’
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রুবেল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাগর নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তদন্ত ছাড়া হত্যার মোটিভ ও ক্লু বলা যাচ্ছে না বলে জানান ওসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা