১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

চৌগাছায় যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

- ছবি : নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় তৈমুর নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার চৌগাছা-চাঁদপুর সড়কের নিমতলা বাজারে এ ঘটনা ঘটে।

আহত তৈমুর মাঠচাকলা গ্রামের জামাত আলীর ছেলে।

অভিযোগ করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

তৈমুরকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয় ।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, ‘তারা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারেন। পরে পুলিশের একটি টিম সেখানে যায়। বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন বলে জানান তিনি।’


আরো সংবাদ



premium cement