১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

- ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ রায় (১৮) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে পৌর শহরের উকিল বাড়ি সড়কের একটি নির্মাণাধীন ভবনে অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ভূজপুর এলাকার প্রবীর রায়ের ছেলে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম রাত সাড়ে ১০টার দিকে নয়া দিগন্তকে বলেন, ‘নিহতের লাশ এখনো থানায় রয়েছে। তার স্বজনরা ডিসি অফিসে গিয়েছেন। তারা ওখান থেকে অনুমতি নিয়ে এলে আমরা লাশ তাদের কাছে হস্তান্তর করব। নয়তো আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরো জানান, ‘দুপুরের খাবার শেষে পলাশ তিনতলা ভবনের ছাদে হাত ধোয়ার জন্য গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার পর তার সহকর্মীরা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement

সকল