১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

বেনাপোলে আ’লীগের হামলায় নিহত বিএনপি নেতার লাশ আড়াই বছর পর উত্তোলন

আড়াই বছর লাশ উত্তোলন - ছবি : নয়া দিগন্ত

বেনাপোলে আওয়ামী লীগের হামলায় নিহত বিএনপি নেতা মো: আব্দুল আলিমের (৪৫) লাশ আড়াই বছর পর আদালতের নির্দেশে উত্তোলন করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে বেনাপোল এম ইউ সিনিয়র মাদরাসার পাশের কবরস্থান থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে আহত অবস্থায় ১৫ আগস্ট থেকে এক মাস চিকিৎসাধীন অবস্থায় ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর যশোরের একটি হাসপাতালে মারা যান আব্দুল আলীম।

ওই সময় তার পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না করলেও গত বছর ১৮ নভেম্বর প্যানেল কোডে মামলা করা হয়। নিহত বিএনপি নেতা আব্দুল আলীমের লাশ আদালতের নির্দেশে শার্শার সহকারী কমিশনার এবং ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসিন ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়ার উপস্থিতিতে বুধবার উত্তোলন করা হয়।

আলিম বেনাপোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির একজন সদস্য ছিলেন। ওই সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ২০২২ সালের ১৬ আগস্ট বেনাপোল পৌর বিএনপি আয়োজিত দোয়া মাহফিল শুরুর আগে আওয়ামী লীগের হামলায় বেশকিছু বিএনপি নেতা গুরুতর আহত হয়। আহতদের মধ্যে আব্দুল আলীমও ছিলেন।

শার্শা উপজেলা সহকারী কমিশনার এবং ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসিন জানান, ‘২০২২ সালের একটি হত্যা মামলা গত বছর ১৮ নভেম্বর করা হয়েছে। ওই মামলার বিচারকার্য পরিচালনার জন্য আদালতের নির্দেশে আজ আব্দুল আলীমের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement
শক্তি পাচ্ছে না শেয়ারবাজার, সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত বায়তুল মোকাররমে ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন ইবনে সিনায় সর্বাধুনিক পেট সিটি স্ক্যান ও গামা ক্যামেরা বিষয়ক মতবিনিময় ‘আওয়ামী দোসররা সম্মানের সাথে কাস্টমস হাউস থেকে সরে যান’ আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা করে পাবেন ঢাবি ছাত্রীরা পূবালী ব্যাংকের ডিএমডি হলেন সুলতানা সরিফুন মার্সেলের নতুন মডেলের প্রযুক্তিপণ্য বাজারে ছাড়ার ঘোষণা পটুয়াখালীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ জনতা ব্যাংকের নতুন ৭ মহাব্যবস্থাপককে এমডির শুভেচ্ছা আন্দোলনরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা ফের ইউরোপের মাঠে ফিরতে যাচ্ছে মেসি!

সকল