কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত জামায়াতকর্মীর লাশ দু’দিন পর দাফন
- মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
- ১৫ জানুয়ারি ২০২৫, ১৬:০৩
কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে জাসদ ও বিএনপির সাথে সংঘর্ষে নিহত জামায়াত কর্মী খোকন মোল্লার (৩৫) লাশ দু’দিন পর দাফন করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া মিটন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে বুরাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য খন্দকার এ কে এম আলী মুহসিন, জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম, নায়েবে আমির আব্দুল গফুর, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার, শহর আমির এনামুল হক প্রমুখ।
উল্লেখ্য, কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে বিএনপির সাথে জামায়াতের সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার (১২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। এ ঘটনায় আহত জামায়াত কর্মী খোকন মোল্লার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা