১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ঝিনাইদহে কাঠ ফ্যাক্টরিতে বিষ্ফোরণ নিহত ২

- ছবি : নয়া দিগন্ত

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি কাঠের দোকানে প্রসেসিং মেশিন বিস্ফোরণে ঘটনাস্থলে দু’শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মো: আলমগীর হোসেন নামে একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলা পৌর এলাকার মোবাশ্বের মিয়ার তাল মিলের কাছে মিজানুরের ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার শিঙ্গে গ্রামের বদ্ধিনাথের ছেলে রাম মল্লিক (৫৫) ও একই গ্রামের ওমর মন্ডলের ছেলে মিল্টন মন্ডল। আহত আলমগীর হোসেন (২৪) মহেশপুর উপজেলার কুল বাগান গ্রামের আ: রাজ্জাকের ছেলে। ঘটনার পরেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতলে নিলে আলমগীরকে যশোরে পাঠানো হয়েছে।

ওই মিলের কাঠ মিস্ত্রী গোপাল ও স্থানীয়রা জানায়, কাঠ প্রক্রিয়াকরণ ওই ফ্যাক্টরিতে কাজ করার সময় বিকেল ৫টার দিকে প্রসেসিং চেম্বারে বিষ্ফোরণ ঘটে। এ সময় বিষ্ফোরণে মিলে কর্মরত ওই তিনজন কর্মচারীর মধ্যে রাম ও মিল্টন ঘটনাস্থলেই মারা যান। এ সময় নিহত মিল্টনের মাথা থেকে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নিহত রামের দু’হাতও বিচ্ছিন্ন হয়ে যায়। এতে গুরুতর আহত হন আলমগীর। খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল সূত্র জানায়, এ ঘটনায় দু’জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত আলমগীরকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এয়ার চেম্বারের অতিরিক্ত পরিমাণ বাতাস ভর্তির কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।


আরো সংবাদ



premium cement