মারা গেলেন সড়ক দুর্ঘটনায় আহত রাবি অধ্যাপক পুরঞ্জিত
- ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
- ১৪ জানুয়ারি ২০২৫, ১৯:২৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক সহকারী প্রোক্টর পুরঞ্জিত মহালদার (৪২) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তার লাশ রংপুর গ্রামের বাড়ি রংপুর গ্রামের বাড়ি পৌঁছাবে বলে জানা গেছে।
এর আগে সোমবার বিকেলে তার মোটরসাইকেলের সাথে ট্রাকের ধাক্কা খেয়ে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টার দিকে মোটরসাইকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. পুরঞ্জিত তার স্কুলশিক্ষার্থী মেয়েকে আনতে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী মহানগরীর বার রাস্তা মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে মঙ্গলবার রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রংপুর গ্রামের আদিত্য কুমার মণ্ডল বলেন, ‘সাবেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরোলকগত মদন কুমার মহলেদারের ছেলে অধ্যাপক ড. পুরঞ্জিত এক মেয়ে, এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন। তার লাশ গ্রামের বাড়িতে আনার পর স্থানীয় মহাশ্মাশান বিজরীঘাটায় সৎকার করা হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা