১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

মেহেরপুরের সীমান্তে ১৮টি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

- ছবি : নয়া দিগন্ত

মেহেরপুর মুজিবনগর সীমান্তে ১৮টি স্বর্ণের বার-সহ নুর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৪ নম্বর পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়।

নুর হোসেন ভারতের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামের মরহুম সোনাই শেখের ছেলে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লে: কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, মুজিবনগর মাঠের মধ্যে দিয়ে স্বর্ণ চালান করা হবে এমন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ১০৪-এর সাব পিলার ৫-এর কাছে অবস্থান নেয় মুজিবনগর বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলামসহ তার সঙ্গীয় ফোর্স। সন্দেহভাজন একজন বাংলাদেশী সীমান্তে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করে বিজিবির সদস্যরা। এ সময় তিনি পালানোর চেষ্টা করেন। বিজিবি তার পিছনে ধাওয়া করে। পরে মাঠের মধ্যে থেকে নুর হোসেনকে আটক করা হয়। তার শরীরে তল্লাশি চালায় বিজিবির সদস্যরা। তার কোমরের সাথে প্যান্টের ভিতর স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের মধ্য থেকে দু’কেজি ১৮ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ব্যাপারে হাবিলদার রফিকুল ইসলাম মুজিবনগর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

এছাড়াও স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement