পাইকগাছায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সঙ্ঘর্ষে নিহত ২
- পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
- ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬
খুলনা-পাইকগাছা প্রধান সড়কের গদাইপুর ফুটবল মাঠসংলগ্ন এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সঙ্ঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা এলাকার আবুল শেখের ছেলে রুহুল আমিন (৩০) ও মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩০)। আহত হলেন আমাদীর হরিনগর গ্রামের আব্দুস সালাম গাজীর ছেলে মো: হুসাইন (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গদাইপুর ফুটবল মাঠসংলগ্ন এলাকায় গো-খাদ্য বিচালি বোঝাই একটি ইঞ্জিনভ্যানকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের মুখোমুখি সঙ্ঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের চালক ও আরোহীরা গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর মধ্যে রুহুল আমিন ও ফিরোজকে গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যালে স্থানান্তর করার হয়। সেখানে তাদের দু’জনের মৃত্যু হয়েছে।
থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা