ভ্যাট বৃদ্ধির প্রতিবাদ যশোর চেম্বারের
- যশোর অফিস
- ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:৩৭
ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে যশোর চেম্বার অব কমার্স সংবাদ সম্মেলন করেছে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে ওই সংবাদ সম্মেলনের মাধ্যমে ভ্যাট বৃদ্ধির প্রতিবাদ জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন, যুগ্ম সম্পাদক মকছেদ আলী ও এজাজ উদ্দিন টিপু, ব্যবসায়ী নেতা সঞ্জয় চৌধুরী, এস কে আজাদ প্রমুখ।
এ সংবাদ সম্মেলনে শত পণ্যের ভ্যাট বৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিজানুর রহমান খান বলেন, ‘গত ৯ জানুয়ারি নিত্য প্রয়োজনীয় অনেক পণ্য ও সেবার ওপর ভ্যাট, সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে ওষুধ, এলপিজি, রেস্তোরাঁর খাবার, মোবাইল ফোন সেবা, ইন্টারনেটসহ বিভিন্ন দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে।’
এ সময় চেম্বারের নেতারা উল্লেখ করেন, ভ্যাট বৃদ্ধির এ সিদ্ধান্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে নেয়ার ফল। এতে দেশের অর্থনৈতিক নীতি প্রণয়নের স্বাধীনতা খর্ব হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা