চৌগাছায় কৃষকের আত্মহত্যা
- এম এ রহিম চৌগাছা (যশোর)
- ১২ জানুয়ারি ২০২৫, ২৩:২৫
যশোরের চৌগাছায় মন্টু মিয়া (৪৭) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।
রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাতিবিলা ইউনিয়নের রোস্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মন্টু মিয়ার ছোট ভাই ঝন্টু মিয়া জানান, বেশ কিছু দিন ধরে ভাই অসুস্থ হয়। সম্প্রতি অসুস্থতা বেড়ে যায়। ঘটনার দিন দুপুরে তিনি খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যান। সন্ধ্যার পর মা তাকে ডাকতে গিয়ে দেখেন তিনি নিজের ঘরে ফ্যানের সাথে ঝুলছেন। মায়ের চিৎকারে স্থানীয় লোকজন এসে ভাইকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক লুৎফুননেছা লতা বলেন, তাকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা