ফকিরহাটে লখপুর গ্রুপের ১৭ শিল্পপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি শ্রমিকদের
- ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
- ১০ জানুয়ারি ২০২৫, ১৬:৫৬
চিংড়ি প্রক্রিয়াজাতকরণ, পাটকল, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, সিরামিকসহ ইত্যাদি পণ্য রফতানিকারক ১৭টি শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর দাবি জানিয়েছে লখপুর গ্রুপের কর্মহীন শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়ে গ্রুপটির বন্ধ কারখানার সামনে আয়োজিত মানববন্ধন থেকে শ্রমিকরা এ দাবি জানায়।
এসময় তারা গ্রুপে কর্মরত প্রায় ১৫ হাজার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী মানবেতর জীবনযাপন করছে উল্লেখ করে দ্রুত এগুলো খুলে দেয়ার দাবি জানায়।
লখপুর গ্রুপের কর্ণধার এস এম আমজাদ হোসেন বলেন, ২০১২ সালের দিকে খুলনা ও বাগেরহাটের আওয়ামী লীগের নেতারা, বিশেষকরে ক্ষমতাসীন শেখ পরিবার ও তাদের মদদপুষ্ট ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাসের সীমাহীন চাঁদাবাজি ও অত্যাচারের কারণে লখপুর গ্রুপের প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারছিল না। শিল্প প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় নিয়ন্ত্রণসহ আধিপত্য তৈরি করে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। এতে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জনকারী শতভাগ রফতানিমুখী এসব প্রতিষ্ঠানে প্রশাসনের বিভিন্ন সংস্থা যেমন কাস্টমস কর্তৃপক্ষ, দুদক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে নানা রকম হয়রানি ও মিথ্যা অভিযোগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো একে একে ধ্বংস করে দেয়।
তিনি বলেন, ২০২১ সালে আওয়ামী লীগের ওই চক্রটি চলমান একটি ঋণের বিপরীতে আমার সমস্ত সম্পদ দখল করতে আদালতে বানোয়াট মামলা করে। এমনকি একটি গোয়েন্দাসংস্থা আমাকে ভয়ভীতি দেখিয়ে দেশ ছাড়া করে। কিন্তু আমি জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরে সকল মামলা লড়াই করছি। দুদকে যেসব ঋণহিসাব নিয়ে মিথ্যা মামলা করেছিল, তা সম্পূর্ণ পরিশোধ করে দিয়েছি। এখন আমার ব্যাংক হিসাব এবং ব্যবসায়িক নিবন্ধন খুলে দিলে ব্যবসা করতে পারব।
তিনি আরো বলেন, এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ফলে দক্ষিণাঞ্চলের এ এলাকায় ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা