শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ১০ জানুয়ারি ২০২৫, ১০:০৬, আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ১১:১৪
হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লোকজন। হিমেল বাতাসের কারণে কাজে যেতে পারছেন না অনেকেই।
শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, চলতি মাসের ২ জানুয়ারি এ জেলায় একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। ওই দিন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে ক্রমেই বাড়তে থাকে তাপমাত্রার পারদ। এ সময়ে তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। সবশেষ গেল বৃহস্পতিবার এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। এতে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষগুলো বেশি বিড়ম্বনায় পড়েছেন।
আবহাওয়া অফিস বলছে, শৈত্যপ্রবাহের প্রভাব দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলাতেও পড়ছে। কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে দেরিতে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার সকাল ৯টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা