মহেশপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
- মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
- ০৯ জানুয়ারি ২০২৫, ১৫:৪২
ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় সাগর (১৭) নামের এক মোটরসাইকেল সার্ভিসিং কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে একজন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আড়াইটার দিকে মহেশপুর খালিশপুর সুমিতা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর পান্তাপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে। আর আহতের নাম রকি।
সুমিতা হাসপাতালের পরিচালক আনারুল হক জানান, ‘হাসপাতালের সামনে গাড়ি পার্কিংয়ের সময় সুজুকি গাড়ির ধাক্কা লেগে ঘটনাস্থলে সাগরের মৃত্যু হয়। আর আহত রকিকে হাসপাতালে নেয়া হয়।’
এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ জানান, ‘আমি সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদাহ মর্গে পাঠানো হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা