চুয়াডাঙ্গায় মাটি কাটার দায়ে আড়াই লাখ টাকা জরিমানা
- দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
- ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:৪০
চুয়াডাঙ্গা নেহালপুর গ্রামে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে একজনকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা গেছে, নেহালপুরের পশ্চিমপাড়া বেলের মাঠ নামক স্থানে অবৈধভাবে মাটি উত্তোলনবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ওই মাঠ থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে তা ট্রাক্টরযোগে নিয়ে যাওয়ার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালতের দল। এ অপরাধে নূর গনি সামদানি নামে একজনকে আড়াই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় এ জরিমানা করা হয়। অবৈধ বালু বা মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা