০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু

মৃত মোস্তফা শেখ - ছবি : নয়া দিগন্ত

পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতজনিত ষ্ট্রোকে আক্রান্ত হয়ে মোস্তফা শেখ (৫২) নামে এক জেলে মারা গেছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

মৃত মোস্তফা শেখের বাড়ি বাগেরহাটের রামপালের সুলতানিয়া গ্রামে। তিনি ওই গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে বলে জানা গেছে।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার দিলীপ মজুমদার জানান, ‘শেলারচরের মৌসুমী জেলে মহাজন লিটন মোল্লার জেলে ঘরে মাছ শুঁটকিকরণ কাজে নিয়োজিত মোস্তফা শেখ সোমবার দিবাগত রাতে মাছ বাছাই শেষে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোর রাতে তিনি শীতজনিত কারণে ষ্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।’

তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে মৃত জেলেকে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement