কুয়েটে ১০৬৫ আসনের বিপরীতে ২৪ হাজার ৫২৭ শিক্ষার্থী
- খুলনা ব্যুরো
- ০৭ জানুয়ারি ২০২৫, ১৬:৩৬
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় তিন অনুষদের ১৬ বিভাগে ১০৬৫ আসনের বিপরীতে এবার রেকর্ড ২৪ হাজার ৫২৭ শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছেন। সেক্ষেত্রে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৩ শিক্ষার্থী। গেল কয়েক বছর বিশ্ববিদ্যালয়টি প্রকৌশল গুচ্ছের অধীনে পরীক্ষা নিলেও এবার নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এসব কথা জানান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচি অনুযায়ী গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর এমসিকিউ পদ্ধতিতে ‘ক’ গ্রুপের জন্য ৫০০ নম্বর ও ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এমসিকিউ-এর পাশাপাশি অতিরিক্ত মুক্তহস্ত অংকনে ১০০ নম্বরসহ মোট ৬০০ নম্বরের পরীক্ষা হবে। এক্ষেত্রে গণিত, পদার্থবিদ্যা ও রসায়নের প্রতিটিতে ১৫টি ও ইংরেজি বিষয়ে ১০টি প্রশ্ন থাকবে। ‘খ’ গ্রুপের জন্য এগুলোর পাশাপাশি মুক্তহস্ত অংকনের জন্য চারটি অতিরিক্ত প্রশ্ন থাকবে। এরই মধ্যে যোগ্য প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ১১ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কক্ষভিত্তিক আসন বিন্যাস ১০ জানুয়ারি প্রকাশ করা হবে। খুলনা নগরীর ১১ কেন্দ্রে এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি কমিটির সভাপতি এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম বলেন, ‘সেশনজট নিরসনে সবার আগে কুয়েটের ভর্তি পরীক্ষা নেয়া হচ্ছে। এ উপলক্ষে খুলনায় প্রায় এক লাখ অতিরিক্ত মানুষের আগমন ঘটতে পারে। ইতোমধ্যে খুলনার হোটেল ও সরকারি/বেসরকারি রেস্টহাউজগুলোর কোথাও বুকিং নেই। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা