০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শবান ও মানবিক হওয়ার চেষ্টা করতে হবে : আল্লামা মাহফুজুল হক

দাওরা হাদিস সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পাগড়ি প্রদান অনুষ্ঠান - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুরে অবস্থিত এই 'হাজী শামসুজ্জোহা জামি'আ আরাবিয়া দারুল উলুম' মাদরাসায় খতমে বুখারী ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দাওরা হাদিস সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পাগড়ী প্রদান অনুষ্ঠানের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড—বেফাকুল মাদারাসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা মাহফুজুল হক। তিনি শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে দেন এবং মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'দাওরা হাদিস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর, যা ইসলামী জ্ঞান অর্জনের শীর্ষস্থান। যারা এই স্তর সম্পন্ন করেছে, তারা কেবল জ্ঞান অর্জন করেনি, বরং সমাজে আলোকিত মানুষ তৈরি করার জন্য নিজেদের প্রস্তুত করেছে। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কেবল একজন আলেম নন, বরং ইসলাম ও মানবতার প্রতিনিধি। আপনাদের প্রতিটি কাজ ইসলামের প্রকৃত সৌন্দর্য তুলে ধরবে। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি সৎ, আদর্শবান এবং মানবিক হওয়ার চেষ্টা করতে হবে।'

তিনি আরো বলেন, হাজী শামসুজ্জোহার মতো একজন মানুষের স্বপ্নের মাদরাসা আজ যে উচ্চতায় পৌঁছেছে, তা সত্যিই প্রশংসনীয়। এটি শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং এই অঞ্চলের মানুষের জন্য ইসলামী শিক্ষার আলো ছড়ানোর একটি কেন্দ্র। মরহুম প্রতিষ্ঠাতার এই অবদান সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। আমি এই মাদরাসার বর্তমান পরিচালনা পরিষদ, শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, যারা অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার মাধ্যমে মাদরাসার উন্নয়নে কাজ করছেন।'

মাদরাসার পরিচালক সাহিদুজ্জামান টরিক বলেন, 'আমাদের মাদরাসার ১৪ জন শিক্ষার্থী সফলভাবে দাওরা হাদিস সম্পন্ন করেছে। এছাড়াও বোর্ড স্ট্যান্ড করা ৮ জন শিক্ষার্থীর সাফল্য আমাদের গর্বিত করেছে। মাদরাসাটি এখন দাওরা হাদিস পরীক্ষার কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে এলাকার শিক্ষার্থীদের জন্য সময় ও অর্থ সাশ্রয়ের সুযোগ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ এবং যশোরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক মুফতি ও আলেম (শাইখুল হাদিস) উপস্থিত ছিলেন।

এদিকে, অনুষ্ঠানে দাওরা হাদিস সম্পন্নকারী শিক্ষার্থীদের পিতাদেরকেও বিশেষ সম্মান দেয়া হয়। প্রধান অতিথি বেফাকুল মাদারাসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা মাহফুজুল হক এবং মাদরাসার পরিচালক সাহিদুজ্জামান টরিক পিতাদের মাথায় টুপি পড়িয়ে দেন এবং সবাইকে অভিনন্দন জানান।


আরো সংবাদ



premium cement