০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থী সৌমিক আর নেই

কলেজ শিক্ষার্থী সৌমিক জোয়ার্দ্দার - ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়া কলেজ শিক্ষার্থী সৌমিক জোয়ার্দ্দারের (১৮) মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সৌমিকের মামা প্রভাষক হামিদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর-দৌলতপুর সড়কের সিংপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সৌমিক।

কলেজ শিক্ষার্থী সৌমিক জোয়ার্দ্দার মিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মিরপুর মাহামুদা চৌধুরী কলেজের প্রভাষক আব্দুল মজিদ জোয়ার্দ্দারের একমাত্র ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ৪ ডিসেম্বর সৌমিকসহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে চা খেতে বের হয়। পরে ওইদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মিরপুর-দৌলতপুর সড়কের সিংপুরে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। এরমধ্যে সৌমিকের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দীর্ঘ একমাস লাইফসাপোর্টে থাকার পর শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মিরপুর প্রেসক্লাব গভীরভাবে শোকাহত।

সৌমিকের জানাজার নামাজ আজ শনিবার বাদ আছর মিরপুর ওয়াবদা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ



premium cement
গুরুদাসপুরে পুকুরে ডুবে নারীর মৃত্যু সুপ্রিম কোর্টের বেঞ্চসমূহে কাগজমুক্ত বিচার কার্যক্রম শুরু শাহজাদপুরে ডলার ও স্বর্ণসহ ৩০ লাখ টাকার মালামাল লুট সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৪ বন্দিকে মুক্তি দিতে হামাসের সম্মতি চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক চাটমোহরে উপজাতি সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরণ লন্ডনে উপহার পাওয়া ফ্ল্যাট নিয়ে অসত্য বলেছিলেন টিউলিপ ফুলগাজীতে ভাঙচুর-বিষ্ফোরক মামলায় আ’লীগ নেতা গ্রেফতার খালেদা জিয়া দেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন, প্রত্যাশা আসিফ নজরুলের পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাবিতে মানববন্ধন ডিবি পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল