সীমান্তে বিজিবির তীব্র বাধার মুখে বেড়া নির্মাণ বন্ধ করল বিএসএফ
- পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
- ০১ জানুয়ারি ২০২৫, ২১:২৪, আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ২১:২৮
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের নো ম্যানস ল্যান্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ করতে গেলে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তীব্র বাধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ নো ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ করার চেষ্টা করলে বিজিবি বাধা প্রদান করে। ফলে বিজিবির বাধায় বিএসএফ কাঁটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ বন্ধ রাখে।
বিজিবি জানায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপর ২টায় বিএসএফের ৬ ব্যাটালিয়নের করুন ক্যাম্পের সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় দহগ্রাম সীমান্তের ডিএমপি ৮/৫১ এস থেকে প্রায় ৬০ গজ ভারতের ভেতরে অবৈধভাবে তারকাঁটার বেড়া নির্মাণ এবং লোহার খুটি দিয়ে লাইট পোস্ট স্থাপন শুরু করে।
খবর পেয়ে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌছে বিএসএফের অবৈধভাবে তারকাঁটার বেড়া এবং লাইট পোস্ট নির্মাণে বাধা প্রদান করে। কিন্ত বিজিবির বাধায়ও বিএসএফ জোরপূর্বক কাজ অব্যহত রাখার চেষ্টা করলে বিজিবির টহল দল তীব্র প্রতিবাদ জানায়। একপর্যায়ে বিজিবির বাধায় বিএসএফ কাজ বন্ধ রেখে সীমান্তের ১৫০ গজ ভারতের ভেতরে পিছু হটতে বাধ্য হয়।
এ ব্যাপারে পানবাড়ি বিজিবির কমান্ডার বিএসএফের কাছে এ অবৈধ তারকাটার বেড়া ও লাইট পোস্ট নির্মাণের মৌখিকভাবে প্রতিবাদ জানায়। সীমান্তে বিজিবির সর্বক্ষণিক টহল ও নজরদারী জোরদার করা হয়েছে। এ বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিএসএফের নিকট প্রতিবাদলিপি পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফট্যান্ট কর্নেল সেলিম আল দ্বীন (পিএসসি) বলেন, ‘বিএসএফ কোনো প্রকার আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করলে, বিজিবি তার উপযুক্ত জবাব দেবে। এটা বিজিবির ডিজি পর্যায়ের নির্দেশ। এ বিষয়ে বিএসএফের যেকোনো অপতৎপরতা রুখে দিতে নির্দেশ দেয়া হয়েছে দহগ্রাম বিজিবিকে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা