খুলনার শীর্ষ সন্ত্রাসী নূর আজিমসহ গ্রেফতার ৫ খুলনা ব্যুরো
- খুলনা ব্যুরো
- ০১ জানুয়ারি ২০২৫, ২১:২৪
খুলনার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নূর আজিমসহ (২৯) পাঁচজনকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার (১ জানুয়ারি) ভোর রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।
গ্রেফতার অন্যরা হলেন ফয়সাল আহমেদ দীপ (২৫), রিয়াজুল ইসলাম রাজু (৩৫), মো: কামরুজ্জামান নাঈম (২৫) ও মো: রানা তালুকদার (২৯)। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নূর আজিমের নিজস্ব বাহিনী রয়েছে বলেও জানা গেছে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তৈমুর আলম জানান, ‘বুধবার ভোর রাতে খুলনা থেকে একটি টিম ঢাকার গুলশান, বাড্ডা, খিলক্ষেত, বসুন্ধরাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার বাসিন্দা শানু মহুরির ছেলে নূর আজিম, দেয়ানা দত্তপাড়া এলাকার বাসিন্দা মোশারেফ হোসেনের ছেলে ফয়সাল আহমেদ দীপ, খালিশপুর এলাকার মো: জাহাঙ্গীর আলম ফকরুলের ছেলে মো: কামরুজ্জামান নাঈম, শামসুল হক তালুকদারের ছেলে মো: রানা তালুকদার ও নিরালা কাশেম নগর এলাকার বাবুল মতব্বরের ছেলে রিয়াজুল ইসলাম রাজুকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রিয়াজুল নগরীর পূর্ব বানিয়াখামা এলাকার বাসিন্দা সন্ত্রাসী দাদো মিজানের খালাতো ভাই। রিয়াজুল পূর্ববানিয়াখামার এলাকার আল-আমিন হত্যা মামলার অন্যতম আসামি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা