সাতক্ষীরার কালিগঞ্জে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু
- কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা
- ০১ জানুয়ারি ২০২৫, ১৬:৩৪
সাতক্ষীরার কালিগঞ্জে বাড়ির ছাদ থেকে পড়ে ফজিলা খাতুন (৮৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন।
বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের বাগনলতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজিলা খাতুন বাগনলতা গ্রামের মরহুম মোহাম্মদ আলীর স্ত্রী বলে জানা গেছে।
নিহতের নাতি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের গোলাম মহিউদ্দীনের ছেলে আবু সুফিয়ান জানান, তার নানি ফজিলা খাতুন বাগনলতা গ্রামে মেয়ে রোকেয়া খাতুনের বাড়িতে বসবাস করতেন। বুধবার সকাল ১০টার দিকে বাড়ির ছাদে কাপড় শুকাতে দেয়ার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে তিনি ঘটনাস্থলে মারা গেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে প্রয়োজনীয় আইনিব্যবস্থা নেয়া হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা