তালায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত
- তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
- ০১ জানুয়ারি ২০২৫, ১৫:২৩
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ঈমাদ পরিবহনের ধাক্কায় আমানুল্লাহ কারিগর (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) বেলা ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ত্রিশ মাইল মোড় অগ্রগতি রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আমানুল্লাহ সাতক্ষীরা সদর থানার লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের বরকত আলীর ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী অগ্রগতি রিসোর্টের পরিচালক আব্দুস সবুর জানান, ‘ইমাদ পরিবহনের একটি দ্রুতগামী বাস মোটরচলিতভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক আমানুল্লাহ কারিগর নিহত হন। এ ঘটনায় স্থানীয়রা সড়কে বিক্ষোভ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর বসচালক পালিয়ে যান।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, ‘এ ঘটনার পর হায়ওয়ে পুলিশ আমানুল্লাহর লাশ উদ্ধার করেছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা