অভয়নগরে মাঠে মাঠে দিগন্ত জোড়া সরিষার সমারোহ
- মফিজুর রহমান, অভয়নগর (যশোর)
- ০১ জানুয়ারি ২০২৫, ১১:৩৮
যশোরের অভয়নগর উপজেলার সর্বত্র রয়েছে সরিষার বিশাল আবাদ। মাঠে মাঠে দিগন্তজুড়ে হলুদের সমারোহে মন-প্রাণ জুড়িয়ে যায়। সরিষা ফুলের এ বিশাল সমারোহে খুশি কৃষক ও সরিষা থেকে মধু আহরণকারী মৌয়ালরা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে দুই হাজার ৬০ হেক্টর জমিতে বারী সরিষাসহ বিভিন্ন জাতের সরিষার আবাদ হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, অভয়নগর উপজেলার আটটি ইউনিয়নে সরিষার আবাদ হয়েছে। মাঠের পর মাঠ চাষ হচ্ছে সরিষার। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার সরিষা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এ বছর সরিষার আবাদ বাড়ায় এবং আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
উপজেলার শ্রীধরপুর গ্রামের কৃষক তরিকুল বলেন, ‘এ বছর আমরা ব্যাপক সরিষার আবাদ করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন পাবো।’
সিদ্ধিপাশা গ্রামের কৃষক মুক্তার শেখ বলেন, ‘সরিষা চাষে বাড়তি তেমন কোনো খরচ নেই। শুধুমাত্র জমিতে সার প্রয়োগ করতে হয়। এতে বাড়তি কোনো সেচ দিতে হয় না। এ কারণে সরিষা চাষে আমরা কৃষকরা বেশ লাভবান হচ্ছি।’
মধু আহরণকারী মৌয়াল শামীম হোসেন বলেন, ‘গত বছরের তুলনায় এবার সরিষার ক্ষেত থেকে অনেক বেশি মধু পাওয়ার আশা করছি।’
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, ‘এ বছর অভয়নগরে দুই হাজার ৬০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আমরা আশা করছি যে পরিমাণ সরিষা এই অর্থ বছরে আবাদ হয়েছে তাতে করে তিন বছরের মধ্যে তেল ও ফসল উৎপাদনে যে লক্ষ্যমাত্রা ছিল সেটা আমরা অর্জনে সক্ষম হবো। পাশাপাশি আমাদের কৃষকরা সরিষা ক্ষেতে মৌ-বক্স স্থাপন করেছে। প্রতিটি মৌ-বক্স থেকে বছরে ৫০ কেজি করে মধু আহরণ করা সম্ভব হবে।’
তিনি আরো জানান, এবারের সরিষার আবাদ ভালো হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ আবাদ হয়েছে সরিষার। এতে এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর পাশাপাশি বিদেশে রফতানি করা সম্ভব হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা