কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
- মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
- ৩১ ডিসেম্বর ২০২৪, ২০:০৭
কুষ্টিয়ার মিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের ধাক্কায় পাখি ভ্যানচালকসহ দু’জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ডিসেম্বর) বিকেলে উপজেলার কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বহলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন উপজেলার বহলবাড়িয়া এলাকার মরহুম তোয়াক্কেল গাইনের ছেলে বিটু (৪৫) এবং একই এলাকার সাহেবনগর গ্রামের খোরশেদ ওরপে গুরা ( ৮০)।
স্থানীয় থানা পুলিশ জানায়, ‘কুষ্টিয়াগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে পাখি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বৃদ্ধ পথচারীসহ ভ্যানচালক রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় পাখি ভ্যানচালক ও পথচারী ঘটনাস্থলেই মারা যান।
মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ‘ সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করেছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা