দৌলতপুর বিএনপির কর্মীসভায় নেতাকর্মীর ঢল
- দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
- ২৯ ডিসেম্বর ২০২৪, ১৭:১৫, আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:২০
দীর্ঘ ১৭ বছর পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দীন আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জি: জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম। দৌলতপুর উপজেলা বিএনপি সাধারন সম্পাদক শহীদ সরকার মঙ্গলের সঞ্চালনায় সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মীসভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে বিএনপিকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে কুষ্টিয়া জেলা বিএনপিকে ভেঙে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৭ বছর যেসব নেতাকর্মী আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন তাদের মুল্যায়ন করে যোগ্যদের কমিটিতে স্থান দেয়া হবে। সভায় বিএনপির দৌলতপুর উপজেলা শাখাকে ভেঙে দিয়ে নতুন আহবায়ক কমিটি গঠনের ঘোষনা দেয়া হয়।
বিএনপির নেতারা বলেন, যারা দলের মধ্যে বিভেদ তৈরি করতে চাই তাদের শক্ত হাতে দমন করা হবে। ৫ আগস্টের পর বিএনপির বিরুদ্ধে দেশ-বিদেশে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে। বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
সভাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উপজেলা বিএনপিতে সাজ সাজ রব লক্ষ্য করা গেছে। বাধাহীনভাবে এ কর্মীসভা করতে পারায় সভায় উপস্থিত নেতাকর্মীরা সভাকে উৎসবে পরিণত করে। উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উপস্থিতির কারণে কর্মীসভা জনসমুদ্রে রূপ নেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা