চুয়াডাঙ্গায় লাটাহাম্বারের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ২৭ ডিসেম্বর ২০২৪, ২১:০৫
চুয়াডাঙ্গায় ইজিনচালিত লাটাহাম্বারের ধাক্কায় আইজাল হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিহত হন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খালিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তাইজেল হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
এর আগে সন্ধার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার পিটিআই মোড়ে কৃষি কাজ শেষে বাইসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন তাইজাল হোসেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির লাটাহাম্বা বাইসাইকেলকে ধাক্কা দিলে বৃদ্ধ তাইজাল হোসেন ছিটকে পাকা রাস্তার উপর পড়েন। পরে স্থানীয়রা লাটাহাম্বাটি আটক করে এবং গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা আমার জানা নেই। আমি খোঁজ নিচ্ছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা