২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চুয়াডাঙ্গায় ১৪টি স্বর্ণের বারসহ ৩ চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গায় ১৪টি স্বর্ণের বারসহ ৩ চোরাকারবারি আটক - সংগৃহীত

চুয়াডাঙ্গা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রেলস্টেশনে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের ১ কেজি ৬৩০ ওজনের ১৪টি স্বর্ণের বারসহ তিন স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার সময় চুয়াডাঙ্গা রেলস্টেশনে অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ তিনজন স্বর্ণ চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটক তিন স্বর্ণ চোরাকারবারি হলেন- দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের মমিন মিয়ার ছেলে মো: জাকিরুল ইসলাম (২৮), তার ছোট ভাই মো: রাজিবুল ইসলাম (২৫) ও মুজিবুর রহমানের ছেলে মো: সোলাইমান হোসেন (২২)।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিজিবি সদস্যরা বিশেষ তথ্যের ভিত্তিতে জানতে পারেন বুধবার বিকেলে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমানের পরিকল্পনায় এবং নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়। বিকেল সাড়ে ৪টার সময় ট্রেন থেকে নামা সন্দেহভাজন তিন ব্যক্তি স্টেশনে ঘোরাফেরা করতে দেখলে বিজিবি তাদের গতিরোধ করে। পরে ওই ব্যাক্তিরা পলানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে এবং তিনজনকেই আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে একপর্যায়ে তাদের শরীরে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১ কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করে যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।

এ ব্যাপারে নায়েক মো: জিয়াউর রহমান চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করার পর আটক আসামিদেরকে থানায় হস্তান্তর করেছে এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement
ছাত্রদলের জবি কমিটি বাতিলের দাবি যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পেল ঈগল ইমরান খানের মুক্তির দাবি ট্রাম্পের বিশেষ দূতের বিদেশে পালানোর চেষ্টা : নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার জামায়াত-শিবিরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা অধ্যক্ষের অপসারণ দাবি ইতিবাচক রাজনীতি সূচনা করতে চেষ্টা চালাচ্ছে জামায়াত : রেজাউল করিম জেসিও আমিনুল ইসলামের বক্তব্য তার একান্ত ব্যক্তিগত মন্তব্য : আইএসপিআর পাইকগাছায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ফেনীতে ফসলি জমির মাটি কাটায় ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা দুর্ঘটনা নাকি নাশকতা : জনমনে উদ্বেগ নানা প্রশ্ন ওমরা পালন আরো সহজ করার উদ্যোগ সৌদির

সকল