টেপ মোড়ানো বস্তুতে লাথি মারতেই বিস্ফোরণ, অল্পের জন্য বাঁচল প্রাণ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ ডিসেম্বর ২০২৪, ২০:৪৪
মেহেরপুরে লাল টেপ মোড়ানো বস্তুতে লাথি মারতেই সাথে সাথে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ধীরেন দাশ নামের এক ব্যক্তি।
বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গাংনী উপজেলার কড়ুইগাছি বাজারের রোকন আলীর মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে রোকন আলী বলেন, কড়ুইগাছি বাজারে আমার মার্কেট-সংলগ্ন দোতলা বাড়ি। মার্কেটে একটি রুম আমি অফিস হিসেবে ব্যবহার করি। অপর দু’টি দোকান হিসেবে ভাড়া দিয়েছি। আজ বেলা ১১টার দিকে লাল টেপ মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখে আমার ভাড়াটিয়া দোকানদার ধীরেন দাশ না বুঝেই সেটিকে লাথি মারেন। লাথি মারার সাথে সাথে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে কেউ হতাহত হয়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।
এর আগে, গত ৪ নভেম্বর কড়ুইগাছি ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুমন ইসলামের বাড়ি থেকে দু’টি হাতবোমাসহ লাশ দাফনের সরঞ্জাম ও প্রাণনাশের হুমকি সংবলিত চিরকুট উদ্ধার করা হয়। তারপর থেকে বোমা উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা