বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জামায়াতের বেড়িবাঁধ নির্মাণ
- বাগেরহাট প্রতিনিধি
- ২৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৭
বাগেরহাট সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে প্রায় এক কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে।
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের পানিঘাট এলাকায় এই বেড়িবাঁধটি নির্মাণ করা হয়। এই এলাকায় কোনো বাঁধ না থাকার কারণে এলাকাবাসী প্রায়ই পানিতে প্লাবিত হতো। প্রায় ২০০ স্বেচ্ছা শ্রমিক নিয়ে জামায়াতের নেতাকর্মীরা এই বেড়িবাঁধটি নির্মাণ করেন।
সদর থানা আমির ডাক্তার মাওলানা ফেরদৌস আলীর নেতৃত্বে এতে অংশ নেন থানা সহকারী সেক্রেটারি মো: জাকির হোসেন, ষাট গম্বুজ ইউনিয়নের আমির মাও: হাবিবুর রহমান, যাত্রাপুর ইউনিয়নের আমির মাওলানা শেখ মুরাদ আলী, বিষ্ণুপুর ইউনিয়নের আমির সাইদুর রহমানসহ অনেকে।
স্বেচ্ছাশ্রমের কাজটি তদারকি করেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, যুব বিভাগীয় সভাপতি ও জামায়াত মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।
এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠন। জামায়াতের অন্যতম প্রধান কাজ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। দুর্যোগ-দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় অগ্রাধিকার। আমরা বিশ্বাস করি, মানবসেবা শুধুমাত্র দায়িত্ব নয়, এটি একটি ইবাদত। এ চেতনাকে ধারণ করেই আমরা দেশের প্রতিটি অঞ্চলে নিরলসভাবে কাজ করে যাচ্ছি, যার অংশ বাগেরহাটের এই বেড়িবাঁধ সংস্কার ও রাস্তা নির্মাণ।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা