চুয়াডাঙ্গায় চাঁদাবাজি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ২৫ ডিসেম্বর ২০২৪, ১৪:১৮
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকনকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার তাকে আদালতে হস্তান্তর করা হয়। পরে আদালত থেকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে জয়রামপুর গ্রামের স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবু সাইদ খোকন উপজেলার জয়রামপুর গ্রামের স্টেশনপাড়ার আবু তাহেরের ছেলে।
সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ুন কবির বিশেষ অভিযান পরিচালনা করেন। তার নেতৃত্বে থানার পরিদর্শক (অপারেশন) হিমেল রানা, সাব-ইন্সপেক্টর (এসআই) সিহাবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে জয়রামপুর স্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় চাঁদাবাজি মামলার অজ্ঞাতনামা আসামি আবু সাইদ খোকনকে গ্রেফতার করে পুলিশ।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ১০ নভেম্বর বদনপুর গ্রামের নুহু নবীর ছেলে সাইদুর রহমান পেনালকোড আইনে একটি মামলা করেন। ওই মামলার অজ্ঞাতনামা আসামি খোকনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’